রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

ঠাকুরগাঁওয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ২

ঠাকুরগাঁওয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ২

ঠাকুরগাঁও, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকালে পরীক্ষা শুরুর আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ও উত্তরপত্র আদান প্রদানকালে সাইদুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তা ও ইউনুস আলী নামে এক শিক্ষককে আটক করে পুলিশ।

জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব গপেন কুমার মালাকার জানান, কেন্দ্রের বাইরে সকাল সাড়ে ৯টার দিকে তারা গণিত বিষয়ের প্রশ্ন ও উত্তর পত্র মোবাইল ফোনের মাধ্যমে আদান প্রদান করছিলেন। এ সময় থানার এ এস আই আলমগীর তাদের হাতে নাতে আটক করে।

কেন্দ্রের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, আটকৃতদের মোবাইল ফোনে পাওয়া প্রশ্নের সাথে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সাইদুর আল আরাফা ইসলামিক ব্যাংকের কর্মকর্তা ও ইউনুস জগন্নাথপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানায় পুলিশ।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত