শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলের বাইক্কা বিলে পাখিশুমারি সম্পন্ন

শ্রীমঙ্গলের বাইক্কা বিলে পাখিশুমারি সম্পন্ন

শ্রীমঙ্গল, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : শ্রীমঙ্গলের বাইক্কা বিলে চলতি শীত মৌসুমে ৩৮ প্রজাতির পরিযায়ী পাখির দেখা পাওয়া গেছে। আর মোট পাখির দেখা মিলেছে ৫ হাজার ৪১৮ টি। এরমধ্যে 'পাতি তিলিহাঁস' পাখির দেখা মিলেছে সবচেয়ে বেশি। সংখ্যায় পাতি তিলিহাঁস দেখা গেছে ১ হাজার ৫৮০ টি। বাইক্কা বিলে পাখি শুমারি শেষে শ্রীমঙ্গলের হাইল- হাওরে জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়োজিত আইপ্যাক প্রকল্পের স্থানীয় কার্যালয় সুত্রে এসব তথ্য পাওয়া গেছে। শ্রীমঙ্গলের হাইল- হাওরের সরকারি সংরক্ষিত মাছের অভয়াশ্রম বাইক্কা বিল গত বেশ কয়েকবছর ধরে পাখির নিরাপদ অভয়ারণ্যে পরিনত হয়েছে।

বিশ্বের শীতপ্রধান দেশগুলোতে শীত যখন তীব্র হয়ে ওঠে তখন এ দেশের আতিথ্য নিতে ছুটে আসে পরিযায়ী পাখিরা আমাদের দেশে। প্রতিবারের মতো এবারও পরিযায়ী পাখিরা ঝাঁকে ঝাঁকে ছুটে এসেছে বাইক্কা বিলে।

তবে এবার পাখি শুমারিতে গত বছরের তুলনায় কম পাখির দেখা পাওয়া গেছে। গত বছর (২০১৭) এই বিলে পাখি শুমারিতে ৪১ প্রজাতির ১০ হাজার ৭১৩ টা পাখির দেখা মিলেছিল। আর ২০১৬ সালে দেখা পাওয়া গিয়েছিল ৩১ প্রজাতির ৮ হাজার ৮৩১ টি পাখির।

পাখির নিরাপদ অভয়ারণ্য বাইক্কা বিলে চলতি শীত মৌসুমে পর্যটক-দর্শনার্থীদের ভিড় বেড়েছে। প্রতিদিনই পাখিপ্রেমিরা ছুটে আসছেন এখানে পাখি দেখতে। বাইক্কা বিলের পর্যবেক্ষণ টাওয়ার থেকে দুরবীনের সাহায্যে পাখি আর বিলের জলজ সম্পদ দেখে পর্যটকরা হচ্ছেন মুগ্ধ। বাইক্কা বিলের অপরুপ সৌন্দর্য আর পাখিদের জলকেলি, ডুবসাতার, উড়াউড়ি ও কিচির-মিচির শব্দে বিলে এক মধুর আবহ সৃষ্টি করেছে।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত