![বদলগাছীতে নকল সরবরাহের দায়ে পিয়নের ২ বছরের জেল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/naogaon-map@abnews_125277.jpg)
বদলগাছী (নওগাঁ), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে আজ শনিবার বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মহিলা কলেজ শাখায় এসএসসি গণিত পরীক্ষায় নকল সরবরাহের দায়ে মহিলা কলেজের পিয়ন মোশারফ হোসেনকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এবং যে ২ ছাত্রের নিকট নকল সরবরাহ করা হয় সেই ২ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বহিস্কৃতরা হলো বৈকুন্ঠপুর স্কুলের ছাত্র সৈকত হোসেন ও আছির হোসেন। পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ মোতাবেক ঐ পিয়নকে সাজা দেওয়া হয়। এ বিষয়ে পরীক্ষা কেন্দ্র সচিব বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ এর সংগে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান নকল সরবরাহের দায়ে ১ পিয়নের জেল ও ২ পরীক্ষার্থী বহিস্কার হয়েছে।
এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা