
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষায় নকল করার দায়ে পান্না আক্তার পলি নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ শনিবার গণিত পরীক্ষা চলাকালে রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে বহিস্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা। সে কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।
রেলওয়ে উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব মো. আমিনুল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা কেন্দ্র পরিদর্শনকালে একটি কক্ষে নকল করতে দেখে ওই ছাত্রীকে বহিস্কার করেন।
এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা