শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তারাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারে সহায়তা প্রদান

তারাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারে সহায়তা প্রদান

তারাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারে সহায়তা প্রদান

তারাগঞ্জ (রংপুর), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জে অগ্নিকা-ের ঘটনায় ৩৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৮টায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পাতাইপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে এসে ১০জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টায় ওই গ্রামের মোকলেছার রহমানের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ আগুন আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়লে এতে ওই গ্রামের বেলাল হোসেন, আফজাল হোসেন, মিষ্টার মিয়া, আলিমুদ্দিন, মান্না হোসেন, ফয়জুল ইসলাম, আখতারুল ইসলাম, হেলাল হোসেনের বাড়ি ঘর ওই অগ্নিকা-ে পুড়ে যায়। এ ঘটনায় এরশাদ হক, তহিজোন বেগম, লাবলু মিয়া, তছলিম হক, সাবেদ আলীসহ ছয়টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। মোট ওই অগ্নিকান্ডের ঘটনায় ১৪টি পরিবারের ৩৫টি ঘর, ধান, চাল, নগদ টাকা সহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নেভাতে এসে পারঘাট গ্রামের আমিনুর রহমান, কালা মিয়া, জাবেদ হোসেন, মকবুল মিয়া, ফজার রহমান, বকুল মিয়া, সাদেকুল ইসলাম, আশরাফ আলী, ফুলতি বেগম, আঞ্জুয়ারাসহ ১০জন আহত হয়। গ্রামটির অন্তত ১৫জন শিক্ষার্থীর বই খাতা পুড়ে যায়। পরে তারাগঞ্জ ও বদরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ঘটনাস্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ২০কেজি করে চাল দেন। এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকেও প্রতিটি পরিবারকে কম্বল, দুই বান্ডিল টিন ও ৬ হাজার করে টাকা দেওয়া হয়।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত