![প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: পানি সম্পদ মন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/sunamgonj-map@abnews (3)_125287.jpg)
সুনামগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের হাওরে গত মৌসুমের মত আর যাতে ফসলহানি না ঘটে সেজন্য পানি সম্পদ মন্ত্রলালয়ের যা কিছু আছে সব কিছুু দিয়েই চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই বাঁধের কাজ শুরু করা হয়েছে। হাওরে দুঃখ গোছাতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে হাওররক্ষায় হাওর এলাকার সবাইকে আরো সক্রিয় হতে হবে।
আজ শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরপাড়ে পরিদর্শন শেষে কৃষকদের সমাবেশে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রানলয়ের সিনিযর সচিব জাফর আহমদ খান,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন প্রমুখ। হাওর পরিদর্শন শেষে দুপুরে জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সাথে মতবিনিময়সভা অনুষ্টিত হয়।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা