শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের দেখতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

আজ শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প পরিদর্শন করেন ব্রিটিশ মন্ত্রী। এসময় তিনি ক্যাম্পের ইউএনএইচসিআর ও আইওএমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন। একইসাথে রোহিঙ্গাদের মুখ থেকে তাদের নির্যাতনের কথা শুনেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শনিবার সোয়া ১২টায় বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বিকালে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লাক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বাংলাদেশ থেকে ব্রিটিশ মন্ত্রী আজই মিয়ানমারে যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে কথা বলবেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত