![সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কে আগুন: কাশবন পুড়ে ছাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/abnews-24.bbbbbb_125297.jpg)
সিরাজগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় বঙ্গবন্ধু ইকোপার্কে আকস্মিকভাবে আগুন লেগে পার্কের কাশবন পুড়ে ছাই হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে ইকোপার্ক কর্মকর্তারা দাবি করেছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আজ শনিবার দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকোপার্কে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে ফোন পেয়ে উল্লাপাড়া ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে ইকোপার্ক এলাকার দৃষ্টি নন্দিত কাশবন পুড়ে গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে দর্শনার্থীদের ছুড়ে ফেলা সিগারেটের আগুনে লাগেএই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা