
ঘাটাইল (টাঙ্গাইল), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদান ও কারাগারে প্রেরনের প্রতিবাদে আজ শনিবার বিকালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভ’ইয়ার সভাপতিত্বে বিএনপি কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মজ্ঞুরুল হক , সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যোন শামীম খান, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার খান, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক শামীম সরকার প্রমূখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা