![বাগমারায় আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/untitled-2_125331.jpg)
বাগমারা, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বাংলাদেশ যে গতিতে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে সেই ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। তাই আগামী নির্বাচন দেশবাসীর নিকট উন্নয়নের নির্বাচন।
আ’লীগ সরকারের আমলে গত ৯ বছরে যে পরিমান উন্নয়ন সাধিত হয়েছে তা আর বিগত কোন সরকারের আমলে সম্ভব হয়নি। রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রসা,স্বাস্থসেবা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগসহ সকল পর্যায়ে ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছে। সে লক্ষে এলাকার উন্নয়নের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব।
আগামী ২২ ফেব্রুয়ারী রাজশাহীতে বাংলাদেশ আ’লীগের বিপ্লবী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আজ শনিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা আ’লীগের উদ্যোগে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সু-সংগঠিত রাজনৈতিক দল। জনগণের কল্যাণ করায় এই সংগঠনের এক মাত্র উদ্দেশ্য। তিনি আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় গরীব দুঃস্থ এতিম শিশুদের টাকা আত্মসাৎ করেছেন।
গরীবের সেই অর্থ আত্মসাতের কারনে বর্তমানে তিনি জেল হাজতে অবস্থান করছেন। বেগম খালেদা জিয়া জীবন নিজের আর সন্তানের জন্য সরকারী অর্থ দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকে জমা করে গেছেন। তিনি আরো বলেন, দেশবাসী আজ বুঝতে শিখেছে কার নিকট তারা নিরাপদ। সে কারনে অর্থ আত্মসাতের মামলায় খালেদা জিয়ার জেল হলেও জনমনে তেমন প্রভাব ফেলেনি।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসেন গরীব দুঃখীর ভাগ্যের পরিবর্তন ঘটাতে। গরীবের অর্থ নিজের পেট ভরার জন্য না। শেখ হাসিনায় এক মাত্র প্রধানমন্ত্রী যিনি জীবনভর আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে আগামী ২২ ফেব্রুয়ারী রাজশাহীর মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে সভাস্থলে উপস্থিত হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সহ-সভাপতি রুস্তম আলী, অনিল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনাডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার লুৎফর রহমান, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মরিয়ম বেগম, কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, যুবলীগের সভাপতি আল-মামুন, যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহীনুর খাতুন, তাহেরপুর পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব, ইউপি সদস্য আ’লীগ নেতা মাহাবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন প্রমূখ।
বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মালেক মেহমুদ, জেলা আ’লী সদস্য জাহানারা বেগম, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আফতাফ উদ্দীন আবুল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, বন ও পরিবেশ বিষযক সম্পাদক নাসির উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, যব ও ক্রীড়া সম্পাদক হারুর অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, মহিলা বিষয়ক সম্পাদীকা মাহফুজা পারভীন সীমা, সদস্য জাহাঙ্গীর আলম, রনজিৎ কুমার, অধ্যক্ষ হাতেম আলী, আব্দুল বারী, লোকমান আলী, হাচেন আলী, চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, আয়েন উদ্দীন, সরদার জান মোহম্মাদ, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, মকলেছুর রহমান দুলাল, আব্দুল হাকিম প্রামানিক, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, আব্দুর রশিদ, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন খাতুন, জেলা ছাত্রলীগের নেতা আশিকুর রহমান সজল, আবু সাইদ, উপজেলা ছাত্রলীগের সাধরান সম্পাদক জহুরুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ড আ’লীগ ও অংগ সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক