ডিমলা (নীলফামারী), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : নীলফামারী জেলাধীন ডিমলা উপজেলায় আজ শনিবার পুলিশের বিশেষ অভিযানে ডিমলা বোছাগাড়ি পুলের উপর থেকে ৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- হাতিবান্ধা উপজেলার তেলীপাড়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র সুজন ইসলাম (২০)কে ডিমলা থানার এস আই রাশেদুজ্জামানের নেতৃত্বে সঙ্গিয় ফোর্সসহ গোপন সংবাদের ভিতিত্তে দুপুর ১২.৪৫ মিনিটে ৮ বোতল ফেনসিডিলসহ সুজন ইসলামকে গ্রেফতার করে। মাদকদ্রব্য বিক্রেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপজেলার বিভিন্ন অলি গলিতে গোপনীয় স্থানে ফেনসিডিল রেখে বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে থানা জেল হেফাজতে রাখা হয়েছে।
এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/এমসি