![শিমুলতলী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/joypurhat_abnews24_125353.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবির শিমুলতলী বাজার ব্যাবসায়ী ব্যস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে জালাল উদ্দিন সভাপতি আকমাম সম্পাদক নির্বাচিত হয়েছে।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা প্রর্যন্ত ভোট অনুষ্টিত হয়।
নির্বাচনের পিজাইডিং অফিসার আনিছুর রহমান সবিন জানান, ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভপতি পদে জালাল উদ্দিন শেরেকুল সহ-সভপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আকমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক শয়ন কুমার, সাংগঠনিক সবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মেরাজুল ইসলাম, কোষাদক্ষ বেলাল হোসেন, সদস্য পদে ৪ জন শাহিনুর রহমান, মিজানুর রহমান, আনায়ার হোসেন, আব্দুল কুদ্দুস নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি