শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নিকলীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী ও ভাবি খুন

নিকলীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী ও ভাবি খুন

নিকলীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী ও ভাবি খুন

কিশোরগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের নিকলীতে মাদকাসক্ত স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী ও ভাবি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে নিকলী উপজেলার গুরুই গ্রামে।

ঘটনার পর স্থানীয় লোকজন ছোরাসহ সৈকতকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুই পশ্চিম পাড়া গ্রামের ইউসুফ ওরফে ইসরাফিলের ছেলে সৈকত ওমানে থাকতো। প্রায় তিন বছর আগে গুরুই পূর্বপাড়া গ্রামের রাবেয়া ওরফে আয়েশাকে (২২) বিয়ে করে সৈকত। বিয়ের কিছুদিন পর আবারও ওমান চলে যান তিনি। ওমান থেকে গত তিনদিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। শনিবার ধারালো ছুরি দিয়ে জবাই করে স্ত্রী রাবেয়া ও তার বড় ভাই মোস্তফার স্ত্রী ছালমাকে (২৭) হত্যা করে।

নিহত রাবেয়ার ফুফাত ভাই হাবিব জানান, সৈকত ইয়াবা সেবন করতো। আজ শনিবার নিজ বাড়িতে প্রথমে রাবেয়াকে জবাই করে হত্যা করে। হত্যার পর রক্তাক্ত লুঙ্গি পাল্টে প্যান্ট পরে পার্শ্ববর্তী গুরুই পূর্বপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে যায়। বাড়িতে সৈকতের সম্বন্ধী মোস্তফার স্ত্রী ছালমা তাকে মিষ্টি খেতে দেয়।

এ সময় সৈকত ছালমার চুলের মুঠি ধরে শুইয়ে ছুরি দিয়ে তাকেও জবাই করে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে শ্বশুর বাড়ির লোকজন তাকে ধরে বেধে ফেলে এবং বেদম পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সৈকতকে পুলিশের কাছে সোপর্দ করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, পারিবারিক কলহের জের ধরে দুটি হত্যাকা- ঘটেছে। হত্যাক-ে ব্যবহৃত ছুরিসহ সৈকতকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

এবিএন/শাফায়েত/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত