![পাইকগাছায় শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/jatio_abnews_125377.jpg)
পাইকগাছা (খুলনা), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার ১০ ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক শুকেন্দ্র মৈত্র, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, রবীন্দ্রনাথ রায়, নূরুজ্জামান, খালেদা পারভীন ও প্রভাষক কুসুম কলি সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষা অফিসার শোভা রায় ও উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য মোঃ আব্দুল আজিজ।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি