![জগন্নাথপুরে বখাটের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/sunamgong@abnews_125399.jpg)
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : জগন্নাথপুরে বখাটের হামলায় স্কুলছাত্রী সহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তর কালনীরচর গ্রামের আবদুর রহিমের কন্যা স্থানীয় রহমতপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে নানা ভাবে উত্যক্ত করে আসছে ডালিম নামের এক বখাটে। সে নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের আবদুল আজিজের ছেলে। ডালিম দীর্ঘদিন ধরে কালনীরচর গ্রামে তার ভগ্নিপতি মেন্দি মিয়ার বাড়িতে বসবাস করছে।
উত্যক্তর বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারকে জানালে ছাত্রীর পিতা আবদুর রহিম বখাটে ডালিমের ভগ্নিপতির নিকট ঘটনার বিচার প্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার মেন্দি মিয়ার ভাতিজা বখাটে লাল মিয়া ও হাসানের নেতৃত্বে একদল লোক স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালায়। হামলায় স্কুল ছাত্রী তার পিতা আবদুর রহিম (৪০), তার মা রুসনা বেগম (৩৫) ও ভাই সাজন মিয়া (১৯) সহ একই পরিবারের ৪ জন আহত হন । আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে আহত স্কুলছাত্রীর পিতা আবদুর রহিম এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা আবদুর রহিম বাদী হয়ে বখাটে ডালিমসহ ৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/নির্ঝর