বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় সওজের রাস্তার বেহাল দশা

কয়রায় সওজের রাস্তার বেহাল দশা

কয়রা (খুলনা), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার কয়রায় উপজেলা সদর থেকে কাশিরহাট অভিমুখী সড়ক ও জনপথ বিভাগের ৭ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে ওঠায় যানবাহন চলাচলে চরম বিঘœ ঘটছে। গত তিন বছরের বেশী সময় ধরে জরাজীর্ণ এ রাস্তাটি সওজ কর্তৃপক্ষ মেরামত না করায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ প্রতিদিন কাশিরহাটগামী রাস্তা দিয়ে ট্রাক, মিনিট্রাক, মাইক্রোবাস, নসিমন, মোটরসাইকেল, ভ্যান চলাচল অব্যাহত রয়েছে। এ সকল যানবাহনে মাছ, কাঁকড়া, ইট, সিমেন্ট সহ নির্মান সাগগ্রী, তরকারি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এক স্থান থেকে অন্যস্থানে পরিবহন করা হয়। বহু যানবাহন রাস্তার খানাখন্দে পড়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রায় সময় লোকজন দুর্ঘটনার কবলে পড়ে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করছে।

কিছুদিন আগে কাশিরহাট সংলগ্ন সনাতন মন্ডলের মাছ ডিপোর পাশের রাস্তার গর্তে যাত্রীসহ ভ্যান পড়ে গিয়ে হাবিুবল্লাহ নামের একজন ভ্যান যাত্রী মারা যায়। ট্রাক, মিনি ট্রাক ও মাইক্রোবাসগুলো রাস্তার গর্তে পড়ে হেলেদুলে চলতে দেখা যায়।

মৎস্য ব্যবসায়ি সনাতন মন্ডল বলেন, কয়রা সদর থেকে কাশিরহাট পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার পুরোটাই খারাপ থাকায় স্থানীয় ব্যবসায়িদের মালামাল পরিবহনে চরমভাবে বিঘœ ঘটছে। ভাঙাচোরা সওজের এ রাস্তা দিয়ে মাছের গাড়ি ঠিকমতো চলাচল করতে না পারায় সময়মতো মাছ খুলনায় পৌঁছাতে পারছে না। ফলে এ এলাকার মাছ ব্যবসায়িদের প্রতিদিন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ জন্য রাস্তাটি দ্রুত মেরামতের দাবী জানান তিনি।

উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি বলেন, উপজেলা সমন্বয় মিটিংয়ে রাস্তটির সংস্কারের বিষয়ে আলোচনা করে রেজুলেশন আকারে জেলা প্রশাসক বরাবর ইউএনও প্রস্তাবনা পাঠিয়েছেন। তারপরও কাজ করতে দেরী হওয়ায় এলাকার মানুষ চিন্তিত।

এ ব্যাপারে সওজের খুলনার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, কয়রার কাশিরহাটের রাস্তাটি মেরামত করার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চুড়ান্ত পর্যায়ে। আগামী জুন নাগাদ কাজ করা সম্ভব হবে বলে তিনি জানান। তবে এ মুহুর্তে খানাখন্দগুলো ভরাট করে দ্রুত যানবাহন চলাচল উপযোগি করার কথা বলেন নির্বাহী প্রকৌশলী।

এবিএন/শাহীন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত