শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডোমারে কাঁচা বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ডোমারে কাঁচা বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ডোমারে কাঁচা বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারী, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নীলফামারীর ডোমার পৌর কাঁচাবাজার ও সংযুক্ত ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০ ফেব্রুয়ারী শনিবার ডোমার প্রেসক্লাবে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। গগনা শেষে রাত দশটায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।

নির্বাচনে সভাপতি পদে এন্তাজুল হক (মোমবাতি) ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মালেক(চেয়ার)র প্রাপ্তভোট ১৯৯। সাধারণ সম্পাদক পদে ওছমান গণি বাউ (হারিকেন) ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান দুলাল (টিভি) পেয়েছেন ১২৮ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসাবে নেয়ামুল হক (উড়োজাহাজ) ২৬১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন পেয়েছেন ১৩৩ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি নুর আলম, সহ-সাধারণ সম্পাদক রবিয়াল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, প্রচার সম্পাদক হামিদুল ইসলাম এবং ৫ জন সাধারণ সদস্য হিসাবে কোহিদুল ইসলাম, ছবদের আলী, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, রেজাউল করিম নির্বাচিত হন । কোষাধক্ষ্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় আজাহারুল ইসলাম নির্বাচিত হন বলে নির্বাচন কমিশনার মোঃ আখতারুজ্জামান সুমন জানিয়েছেন। প্রিজাইটিং অফিসার পৌর সচিব জোবাইদুল ইসলাম জানান, ৫২১ জন ভোটারদের মধ্যে ৫১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত