![লালপুরে র্যাবের অভিযানে আটক ৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/atok@abvnews_125422.jpg)
লালপুর (নাটোর), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় আজ রবিবার সকালে অভিযান চালিয়ে বস্তায় রাখা ১ হাজার ৩ শত ৮০ লিটার ডিজেল, ৭টি মোবাইল ও সিম কার্ড এবং ৪ হাজার ৩ শত ৪৫ টাকা সহ ৫ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন লালপুর উপজেলার গোসাইপুর গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল (২৬), আব্দুস সাত্তারের ছেলে মিশানুর (৩৮), পূর্ব গোসাইপুর গ্রামের আকবর আলীর ছেলে শাহেদ আলী (২৪), গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের পলান উদ্দিনের ছেলে খাদেম আলী (২৫) ও পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার আকবর বাড়ী গ্রামের শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী লাল্টু (৩২)।
র্যাব-৫ নাটোরের মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুলপুর জংশনে বিভিন্ন ট্রেনে তেল চুরি করে আসছে একটি চক্র। সংশ্লিষ্ট ট্রেনচালক, নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় প্রতিদিন এ চক্রটি অন্তত দুই হাজার লিটার তেল চুরি করে।
আটককৃতরা জানিয়েছে স্থানীয় জসিম ও রেজাউলের নেতৃত্বে তারা তেল চুরি ও বিক্রি করে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লালপুর থানা ওসি আবু ওবায়েদ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে এবং তেল চুরির সঙ্গে সম্পৃক্ত আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি