![মতলবে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/atok@abvnews_125423.jpg)
মতলব (চাঁদপুর), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : চাঁদপুরের মতলব থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক কামালের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে সুগন্ধি গ্রামের মৃত ক্বারী মোহাম্মদ আলী বেপারীর ছেলে মমিনুল হক বেপারী (৪৫), পূর্ব সুগন্ধি গ্রামের আব্দুল আউয়াল সরকারের ছেলে মোঃ হানিফ সরকার (৩৫), সটাকী গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ জামাল (২৭)-এর দেহ তল্লাশি করে ৩৮ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি