![শিবপুরে উৎস স্মৃতি ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/norshingdi-khela_125424.jpg)
শিবপুর (নরসিংদী) , ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : শিবপুর উপজেলার মজলিশপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১০ ফেব্রুয়ারি শনিবার শহীদ কিরণ স্মৃতি সংসদের আয়োজনে উৎস স্মৃতি ক্রিকেট ফাইনাল খেলা পৌরসভা বনাম বৃহত্তর আশ্রাবপুরের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্ধোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোহরদীর ও বেলাব সংসদ সদস্য এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেন, আমিও স্কুল জীবনে ক্রিকেট খেলেছি, তোমরাও খেলাধুলায় মনোযোগী হও। আমি রাজনীতি করবো স্বপ্নেও ভাবিনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, আওয়ামীলীগের সহ-সভাপতি সালাউদ্দিন খান অরুন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজুররুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি ফজলে রাব্বি খান। পৃষ্টপোষকতায় আবদুল মোমেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুন।
খেলায় শিবপুর পৌরসভাকে ৯০ রানে হারিয়ে বৃহত্তর আশ্রাবপুর বিজয়ী হয়।
এবিএন/ আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর