![মতলবে ৪ শিক্ষককে অব্যাহতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/chadpur_abnews24 copy_125425.jpg)
মতলব (চাঁদপুর), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : চাঁদপুরের মতলবে এসএসসি ও দাখিল পরীক্ষায় নকলের দায়ে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার কারণে মতলব উত্তরে চার শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গতকাল শনিবার ফরাজীকান্দি মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন দায়িত্বে অবহেলার কারণে চারজন কক্ষ পরিদর্শককে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।
বহিষ্কৃতরা হচ্ছেন- রাঢ়ীকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আঃ হান্নান, লবাইরকান্দি আল-আমিন আলিম মাদ্রাসার সহকারী মৌলভী আঃ মালেক, আউলিয়াবাগ মাদ্রাসার সহকারী মৌলভী জামাল হোসেন ও সাড়ে পাঁচানী হোসাইনীয়া মাদ্রাসার সহকারী মৌলভী মোয়াজ্জেম হোসেন।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি