বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে অগ্নি কান্ডে ৬টি ঘর পুড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

লালমনিরহাটে অগ্নি কান্ডে ৬টি ঘর পুড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

লালমনিরহাটে অগ্নি কান্ডে ৬টি ঘর পুড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

লালমনিরহাট, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘর-বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে ওই দুই পরিবারের ছয়টি ঘর-পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।

শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি দাখিল মাদ্রাসার পাশেই এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার আকবর আলীর দুই পুত্র আব্দুল আজিজ ও আব্দুল গফুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি দাখিল মাদ্রাসা সংলগ্ন ওই দুই পরিবারের লোকজন রাতে খাওয়া করে প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান। হঠাৎ তাদের শোয়ার পাশের রান্না ঘরে আগুন লেগে যায়। তারা এটা বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেন। ততক্ষণে রান্না ঘর থেকে অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগীতায় অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততক্ষনে ওই দুই পরিবারের ছয়টি ঘরসহ মালামাল, টাকা, আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

হাতীবান্ধা ফায়ার ষ্টেশনের ইনচার্জ অশোক কুমার জানান, রান্না ঘরের চুলার আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।

এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত