শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ২ শিক্ষক সহ ৫ ছাত্র আটক

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ২ শিক্ষক সহ ৫ ছাত্র আটক

নওগাঁ, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁর নেতৃত্বে ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের সহযোগীতায় পত্নীতলায় রাতভর অভিযান চালিয়ে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ২ শিক্ষক সহ ৫ ছাত্রকে আজ রবিবার ভোরে আটক করেছে।

জানাগেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁর নেতৃত্বে ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে রবিবার ভোর রাতে পত্নীতলা উপজেলার সদর নজিপুর পৌরসভা এলাকার আশির্বাদ ছাত্রাবাস থেকে আজ রবিবারে অনুষ্ঠিতব্য আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর পত্র সহ মহাদেবপুর উপজেলার সুজাইল মাদিশহর এলাকার ইনতিয়াজ আলীর পুত্র প্রশ্ন পত্র ফাঁসের মূল হোতা আল নেয়ামত জাহিদ হাসান (১৫), পত্নীতলা উপজেলার বাকরইল এলাকার রমজান আলীর পুত্র কোচিং সেন্টারের শিক্ষক আমিনুল ইমলাম (২৯), হরিরামপুর দক্ষিন পাড়া এলাকার নারায়নের পুত্র শিক্ষার্থী প্রভাত কুমার (১৬) ও চকনিরখীন এলাকার হাবিবুর রহমানের পুত্র আব্দুল হাদী (১৮) কে আটক করে।

পরে উক্ত টিম অভিযান চালিয়ে অপর এক শিক্ষক পত্নীতলার বুটিন এলাকার আবুল কাশেমের পুত্র আনোয়ার হোসেন (৩০) কে তার বাড়ি থেকে এবং প্রশ্ন পত্র ফাঁসের অন্যতম আরো দুই হোতা জয়পুরহাট জেলার আক্কেলপুর হাসতা বসন্তপুর এলাকার আব্দুল আজিজের পুত্র শিক্ষার্থী ইসরাফিল সরকার (২০) ও ধামইরহাট উপজেলার আড়ানগর এলাকার মৃত শফিকুল ইসলামের পুত্র শিক্ষার্থী জহুরুল ইসলাম শহীদ (২০) কে তাদের স্ব-স্ব বাড়ি থেকে আটক করে পত্নীতলা থানায় সোপর্দ্দ করে।

আটককৃতরা ইতি পূর্বে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্ন পত্র এবং উত্তর পত্র একই ভাবে সরবরাহ করে আসছিল বলে জেলা গোয়েন্দা সংস্থা সূত্রে জানাগেছে।

এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত