শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চরভদ্রাসনে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও মিছিল

চরভদ্রাসনে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও মিছিল

চরভদ্রাসনে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও মিছিল

ফরিদপুর, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের কয়েকটি গ্রামের পাচঁ হাজার মানুষের ভিটে মাটি পদ্মা নদীর করাল গ্রাস থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ইউনিয়নবাসী।

আজ রবিবার সকাল ১১টায় গাজীরটেক ইউনিয়নের চরহোসেনপুর পদ্মা নদী পাড়ে স্থানীয় ইউনিয়নবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান কাওসার হোসেন, গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমুখ।চরভদ্রাসনে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও মিছিলবক্তরা বলেন, উপজেলার চরহোসেনপুর, জয়দেব সরকারের ডাঙ্গী, মধু ফকিরের ডাঙ্গীসহ কয়েকটি গ্রাম পদ্মা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার জন্য তারা সরকারের কাছে জোর দাবি জানান। মানববন্ধন শেষে একই স্থানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত