![আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/araihazar-map_125443.jpg)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক কলেজ শিক্ষকের বাড়িসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে, ডাকাতেরা ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে তিন লাখ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ১৬ লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া ও আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
ডাকাত কবলিত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছান জানান, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ১৫ থেকে ১৬ জন মুখোশধারী ডাকাত সদস্য তাদের বাড়িতে হানা দেয়। এক পর্যায়ে বিল্ডিংয়ের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা সবাইকে দুস্কৃতিকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে হাত-পা বেঁধে ফেলে।
পরে আলমারিতে থাকা ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। অপরদিকে একই রাতে ঝাউগড়া এলাকার কলেজ শিক্ষক আহম্মদের বাড়িতেও একদল ডাকাত সদস্য হানা দেয়। এসময় বিল্ডিংয়ের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। পরে স্টীলের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পঞ্চাশ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে জানানা, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এমসি