শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

২৮ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও বিয়ার আটক

২৮ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও বিয়ার আটক

সুনামগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ চারাগাঁও বিওপি’র হাবিলদার মোঃ মোনায়েম খাঁন এর নেতৃত্বে একটি টহল দল গতকাল সীমান্ত পিলার ১১৯৫/৪-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশতলা নামক স্থান হতে ৫২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ০৬ বোতল বিয়ার আটক করে। যার মূল্য ৭৯ হাজার ৫ শত টাকা।

বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত মদ এবং ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ ও বিয়ার আটক করে।

২৮ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিকুর রহিম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোনো অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত