বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর সমস্কেলের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জে গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর সমস্কেলের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জে গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর সমস্কেলের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : স্থানীয় সরকার মন্ত্রনালয়ধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সমস্কেল বাস্তবায়নের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বরিবার দুপুর ১২টায় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক ২ শতাধিক গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অবণী কান্ত দেবনাথ,সাধারন সম্পাদক করুণা মোহন দেবনাথ,সদস্য অর্চনা রানী দে, মো. ইসহাক আলী,সাফি আক্তার,মাজেদা বেগম,আমান উল্ল্যাহ,সামছু নুর, আছমত আলী,রতিশ পাল,আজ্ঞব আলী ও রফিকুল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৪৭ বছর ধরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনস্থ ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় আইন শৃংখলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। তারা সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের ডিউটি পালন করলেও তাদের যে বেতনভাতা দেয়া হয় তাতে তাদের পরিবার পরিজন সহ ছেলেমেয়েদের লেখাপড়া সংকুলান করা সম্ভব নয়। তাই অবিলম্বে গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর সকর্মচারীদের ন্যায় তাদের সমস্কেল বাস্তবায়নেরজন্য প্রধানমস্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান। অন্যতায় দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মরাকলিপি প্রদান করা হয়।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত