![ঘাটাইলে বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন নেতার জামিন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/abnews-24.bbbb_125458.jpg)
ঘাটাইল (টাঙ্গাইল), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম রেজাউল করিমসহ ৩ বিএনপি নেতাকে জামিন দিয়েছে আদালত। আসামীদের জামিন আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঘাটাইল আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম তাদেরকে জামিন প্রদান করেন।
জামিনপ্রাপ্ত অন্যান্যরা হলেন, দেউলাবাড়ী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. সোহরাব হোসেন, জামুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কুরবার আলী মন্ডল। বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশংকায় তাদেরকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করে পুলিশ।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা