বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঘাটাইলে ছয় ইউনিয়নে নির্বাচন মার্চের শেষে

ঘাটাইলে ছয় ইউনিয়নে নির্বাচন মার্চের শেষে

ঘাটাইল (টাঙ্গাইল), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নবগঠিত ও পুনগঠিত ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে ইসির সূত্রে জানা গেছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন উপযোগী নবগঠিত ও পুনগঠিত ৬ টি ইউনিয়ন হল ধলাপাড়া, সাগরদিঘী, রসুলপুর, লক্ষিন্দর, সন্ধানপুর ও সংগ্রামপুর।

প্রস্তুতির অংশ হিসাবে গত ৪ ফ্রেব্রুয়ারী সিনিয় সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২) মো. ফরহাদ হোসেন এক চিঠিতে ঘাটাইল উপজেলার ৬ টি ইউনিয়ন সহ সারা দেশের ৪৬ টি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার তালিকার সিডি যাচাই করার জন্য জেলা ও উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা প্রদান করেছেন। চিঠিতে ৬ ফ্রেব্রুয়ারী মধ্যে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকার সিডি গ্রহন করে যাচাই পূর্বক ৮ ফ্রেব্রুয়ারী মধ্যে প্রত্যায়নপত্র নির্বাচন কমিশন সচিবালয়ে প্রদান করতে বলা হয়েছে। তিনি জানান, এমাসের শেষের দিকে এসব ইউনিয়ন তফসিল ঘোষনা হতে পারে। সে হিসাবে মার্চের শেষ সপ্তাহে ভোট গ্রহণের পরিকলাপনা রয়েছে কমিশনের।

ঘাটাইল উপজেলার ধলাপাড়া, রসুলপুর ও সন্ধানপুর এই তিনটি ইউনিয়ন আয়তন জনসংখ্যার ও ভোটার সংখ্যার দিক দিয়ে বৃহৎ। জনস্বার্থে এই তিনটি ইউনিয়ন ভেঙ্গে আরো তিনটি নতুন ইউনিয়ন সহ ছয়টি ইউনিয়ন গঠনের প্রস্তাব করে স্থানীয় উপজেলা প্রশাসন স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠায়। সীমানা ও ভোটার নির্ধারন করে পাঠানো ইউনিয়ন ছয়টি হল ধলাপাড়া, সাগরদীঘি, রসুলপুর, লক্ষিন্দর , সন্ধানপুর ও সংগ্রামপুর। উপজেলা প্রশাসনের আবেদনের পেক্ষিতে সরকার গত ২১ আগষ্ট ২০১৪ সালে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ১৩ এর ৮ উপ-ধারা মোতাবেক বিভাজিত ছয়টি ইউনিয়নের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। মামলা ও ভোটার তালিকা বিভাজন না হওয়ায় নবগঠিত ও পুনগঠিত এই ৬ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টি হয়।

পরে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক গত ২০১৭ সালের নভেম্বর মাসে নবগঠিত ও পুনগঠিত ৬ টি ইউনিয়নের ভোটার তালিকা বিভাজন সম্পন্ন করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠায় ঘাটাইল উপজেলা নির্বাচন অফিস। সেই মোতাবেক গত ৩১ জানুয়ারীতে নবগঠিত ও পুনগঠিত ৬ টি ইউনিয়নের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। উল্লেখ্য যে, ২০১৬ সালের ৪ জুন উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও নানাবিধ জটিলতায় নবগঠিত ও পুনগঠিত ৬ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. মাহমুদুল আলম বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক আমরা নবগঠিত ও পুনগঠিত ৬ টি ইউনিয়নের ভোটার তালিকার সিডি গ্রহন পূর্বক যাচাই করে কতৃপক্ষের নিকট প্রেরন করেছি । নবগঠিত ও পুনগঠিত ৬ টি ইউনিয়নের নির্বাচন নির্বাচন কমিশন সচিবালয়ের চিঠি ও নির্দেশনা মোতাবেক অনুষ্ঠিত হবে।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত