শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সেনবাগে স্কুল ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

সেনবাগে স্কুল ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

সেনবাগে স্কুল ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

সেনবাগ (নোয়াখালী), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : সেনবাগে স্কুল ছাত্র শাকেরের হত্যা কারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, ভিবিন্ন রাজনৈতকি নেতৃবৃন্দ ও এলাকাবাসী আজ রবিবার সকাল ১১টায় মইজদীপুর দিলদার র্মাকেট বাজারে মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রামেন্দ্র মড়েল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামীলীগ নেতা সাইদুর জামান স্বপন, জাহিদুর রহমান, সোলেমান বাহার, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান, কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী বৃন্দ, যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও মইজদীপুর এলাকাবসী প্রমুখ। শাহীনের বাবা তার ছেলের খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

উল্যেখ, সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে শাহিনুল ইসলাম শাহিন (১৪) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ার জন্য বাড়ী থেকে বের হয় শাহিন। এরপর রাতে আর সে বাড়ী ফিরেনি। শুক্রবার সকালে তাদের বাড়ী থেকে ৫০’গজ দূরে একটি ধান খেতের মধ্যে শাহিনের ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।

এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত