বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুর্গাপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

দুর্গাপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

দুর্গাপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

দুর্গাপুর (নেত্রকোনা), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : জেলার দুর্গাপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত শিক্ষা ব্যবস্থাকে জাতীয় করনের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহনে মানববন্ধন শেষে শিক্ষকদের ১। স্কুল, কলেজ, মাদ্রাসা জাতীয়করণ, ২। বেসরকারি শিক্ষকদের ৫% প্রবৃদ্ধি প্রদান, ৩। বৈশাখী ভাতা প্রদান, ৪। উৎসব ভাতা প্রদান, ৫। বেসরকারি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করণ, ৬। বেসরকারি কলেজ ও মাদ্রাসার সহঃ অধ্যাপকদের পদায়নের রেসিও প্রথা বাতিল করে মেধা ও যোগ্যতা ভিত্তিক পদায়ন, ৭। ডিগ্রি পর্যায়ের ৩য় শিক্ষকদের এমপিও প্রদানসহ ৭টি দাবী সম্বলিত স্মারকলিপি পাঠ করেন (স্বাশিপ) এর নেত্রকোণা জেলা শাখার সভাপতি প্রভাষক এ.কে.এম ওবায়দুল্লাহ্।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, ডা. মোঃ ওমর ফারুখ, অধ্যক্ষ মাও. মো. আনিছুজ্জামান, উপাধ্যক্ষ মাওলানা মোঃ রেজাউল করিম, উপাধ্যক্ষ মাও. নূর মোহাম্মদ, অধ্যাপক মাও. নজরুল ইসলাম খান, মাও. আনিছুর রহমান, প্রভাষক মো. হারুন অর রশিদ, প্রভাষক মাও. মোখলেছুর রহমান প্রমুখ। আলোচনা শেষে নেত্রকোণা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান মহোদয়‘র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত