![সিরাজগঞ্জে মোটর সাইকেল চাপায় এক বৃদ্ধ নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/road-accident_125477.jpg)
সিরাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : যমুনা নদীর তীর সংরক্ষন বাধেঁর সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার পাচিল মোড়ে মোটর সাইকেল চাপায় বৃদ্ধ চান্দু আলী মুন্সি ( ৮০) নামে একজন নিহত হয়েছেন।
তিনি ওই গ্রামের মৃত কমর উদ্দিন মুন্সির ছেলে। জানা গেছে, আজ রোববার সকাল ৯টার দিকে বৃদ্ধ চান্দু আলী মুন্সি উল্লেখিত স্থানে রাস্তা পাড় হওয়ার সময় ৪ আরোহীসহ একটি মোটর সাইকেল চাপা দেয়। তাকে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর