বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডোমারে প্রসাদ খেয়ে অসুস্থ্য ৩২ জন: ৭জনের অবস্থা আশঙ্কাজনক

ডোমারে প্রসাদ খেয়ে অসুস্থ্য ৩২ জন: ৭জনের অবস্থা আশঙ্কাজনক

ডোমারে প্রসাদ খেয়ে অসুস্থ্য ৩২ জন: ৭জনের অবস্থা আশঙ্কাজনক

নীলফামারী, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমারে কালী মন্দিরের পুজার প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পরেছে প্রায় অর্ধশতাধিক শিশু ও মহিলা। এদের মধ্যে ৩২ জনকে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অসুস্থ্যদের মধ্যে বেশিরভাগেই শিশু। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড নয়ানী বাকডোকরার সাধুপাড়া কালী মন্দিরে ঘটনাটি ঘটে।

জানাযায়,গতকাল শনিবার বিকালে নয়ানী বাকডোকরা গ্রামের দিরেন্দ্রনাথ রায়ের স্ত্রী সুরোধনী রায়ের একটি গরুর বাছুর হওয়ায় ঐ গরুর দুধ দিয়ে মন্দিরে সেবা দেওয়ার জন্য পুজা করানো হয়। স্থানীয় লোকজন ঐ পুজায় অংশ নেয়। নতুন গরুর দুধের দই,কলা,চিড়া ও গুড় একত্রে করে বানানো হয় প্রসাদ। পুজা শেষে সকলকে প্রসাদ দেওয়া হয়। প্রসাদ খেয়ে রাতে পেট ব্যাথা,বমি ও পাতলা পায়খানাসহ একাধিক উপসর্গ নিয়ে একের পর এক শিশু,মহিলা অসুস্থ্য হতে শুরু করে। প্রথমে বিষয়টিকে কেউ গুরুত্ব না দিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করালেও সময়ের সাথে সাথে অসুস্থ্য হয়ে পরে প্রায় অর্ধশতাধিক শিশু,বালক ও মহিলা। আজ রবিবার বিকাল সারে তিনটা পর্যন্ত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জনকে ভর্তি করানো হয়। এদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক নেমে এসেছে।

অসুস্থ্য শিশু রাহলের(৩) বাবা দিপক জানায়, বিকালে পুজা শেষে প্রসাদ নিয়ে আসলে সন্ধার পর তারা প্রসাদ খায়। প্রসাদ খাওয়ার পর পরেই সে তিনবার টয়লেটে যায়। তারপরেই শুরু হয় বমি। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করালেও অবস্থার অবনতি হওয়ায় তাকে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হাসপাতালে আসার পর দেখি যারাই প্রসাদ খেয়েছে তারা সবাই একে একে হাসপাতালে ভর্তি হচ্ছে। পুজারী কৃঞ্চ চন্দ্র জানান,পুজাশেষ করে দুই ছেলে কনক(৪) ও দীলিপ(১২)কে সাথে নিয়ে বাড়ীতে আসি। বাড়ীতে এসে প্রসাদ খাওয়ার পরেই দুজনেরেই বমি,পেটব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। অবস্থা বেগতিক দেখে তাদের ডোমার হাসপাতালে ভর্তি করাই। অসুস্থ্য রাহুল(৩), সাথী(২), উৎসব(৮), রিপন(১০), অরন্য(৪), অর্পন(৭), সৌরভ(৩), বিপ্লব(৭), সনিক(১২), আকাশ(৮), জোতিষ(১৪), বিপুলও সাথী ভাইবোন, সুজিতা রানী(৩০), স্বপন ও মালা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মেডিক্যেল অফিসার ডা. মাসুমা আস-সাদিকা প্রসাদ খেয়ে ৩২ জনের অসুস্থ্য হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,খাদ্যে বিষক্রিয়া হওয়ার কারনে এমন ঘটনা ঘটেছে। অসুস্থ্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত