ফরিদপুর, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চরকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫টি পেট্রোল বোমা ও ৯০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের সদস্য। আজ রবিবার সকালে এ অভিযান চালানো হয়। আটক ব্যাক্তির নাম মো. শাহারিয়ার হোসেন শান্ত (২২), সে ফরিদপুর শহরের ০১নং গোয়ালচামট সড়কের মো. শাহাদত হোসেনের পুত্র।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শিবলু শেখের বাড়ীর পাশে অভিযান চালিয়ে খড়ের গাদা থেকে এ পেট্রল বোমা ও ইয়াবা উদ্ধার করা ঞয়। এসময় মো. শাহারিয়ার হোসেন শান্তকে আটক করা হয়। তিনি জানান, আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী থানায় ০১টি অস্ত্র মামলা, ০৪টি মাদক মামলা ও ০২টি অন্যান্য মামলাসহ সর্বমোট ০৭টি মামলা চলমান রয়েছে।
সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয়সহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এ সংক্রান্তে র্যাব বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি বিষ্ফোরক ও একটি মাদক আইনে মামলা করেছে।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/তোহা