![নাটোরে বিএনপির ২২ নেতা আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/abnews-24.bbb_125495.jpg)
নাটোর, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরে গত ২৪ ঘন্টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতা সহ গত পাঁচদিনে মোট ২২জনকে আটক করা হয়েছে। নাটোর জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, কোন সংগত কারণ ছাড়াই গত ২৪ ঘন্টায় বনপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম, বড়াইগ্রামের নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, দিঘাপতিয়ার ইসলাবাড়ি বিএনপি গ্রাম কমিটির সভাপতি মোহাম্মদ আলী এবং পাটুলের যুবদল নেতা কামালকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গত সাত তারিখের পর থেকে পাঁচদিনে নাটোর জেলায় মোট ২২ জনকে আটক করা হয়েছে।
এবিএন/রাজু আহমেদ/জসিম/তোহা