![নাটোরে ট্রেনের তেল চুরির ঘটনায় আটক ৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/abnews-24.bbbb_125496.jpg)
নাটোর, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় আজ রবিবার সকালে র্যাব-৫ একটি অভিযান চালিয়ে বস্তায় রাখা এক হাজার তিনশ’ ৮০ লিটার ডিজেল, সাতটি মোবাইল সেট এবং নগদ চার হাজার তিনশ’ ৪৫ টাকা টাকা সহ পাঁচজনকে আটক করেছে। র্যাব-৫ নাটোরের ক্যাম্প ইনচার্জ মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এব্যাপাওে লালপুর থানা ওসি আবু ওবায়েদ জানান, টেনের তেল চুরির অভিযোগে আটক লালপুর উপজেলার গোসাইপুর গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল, আব্দুস সাত্তারের ছেলে মিশানুর, পূর্ব গোসাইপুর গ্রামের আকবর আলীর ছেলে শাহেদ আলী, গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের পলান উদ্দিনের ছেলে খাদেম আলী ও পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার আকবর বাড়ী গ্রামের শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী লাল্টুকে লালপুর থানায় সোপর্দ করে মামলা দেয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে আব্দুলপুর জংশনে বিভিন্ন ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরি করে আসছে। তারা আরো জানান ট্রেনচালক ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় প্রতিদিন ওই চক্রটি কম পক্ষে দুই হাজার লিটার তেল চুরি করে। আটক হওয়ার পর তারা স্থানীয় জসিম ও রেজাউলের নেতৃত্বে তেল চুরি ও বিক্রি করে বলে জানিয়েছেন।
এবিএন/রাজু আহমেদ/জসিম/তোহা