![নাটোরের সিংড়ায় ৫ জুয়ারিকে ছাড়িয়ে নিয়েছে ইউপি চেয়ারম্যান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/nator_abnews24_125497.jpg)
নাটোর, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের সিংড়ার শালমারা থেকে জুয়া খেলার সময় টাকাসহ আটক হওয়ার পরও ৫ জুয়ারুকে চেয়ারম্যানের সুপারিশে ছেড়ে দিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা হওয়ার পরও ইউপি চেয়ারম্যান তাদের নিজের লোক পরিচয় দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। পুলিশ জানায়, তারা পুকুরের পাহারাদার ও তাদের চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, গতরাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়ার শালমারা বাজারে পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি চায়ের দোকানে জুয়া খেলা অবস্থায় জুয়ার টাকাসহ ৫ জনকে আটক করা হয়। পরে রাতেই তাদের সিংড়া থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলো, শালমারা গ্রামের জোসি আকন্দের ছেলে সিদ্দিক, ভোলা আকন্দের ছেলে আজিজল, সমশেরের ছেলে আলী আজম, আশরোফের ছেলে আবু জেহের ও খয়রুদ্দির ছেলে দুলাল। পরে তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানোর আগেই তাদের নিজেদের লোক পরিচয় দিয়ে পুলিশের কাছে সুপারিশ করেন ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ। তিনি জানান, আটককৃতরা সবাই পুকুর পাহারা দেন তারা জুয়ারী নয়।
এ ব্যপারে অভিযান পরিচালনাকারী পুলিশ উপ-পরির্শক সাজ্জাদুল ইসলাম বলেন, আটককৃতদের টাকা দিয়ে জুয়া খেলার সময় আটক করে থানায় আনা হয়েছিল। তারা ১০/২০ টাকা করে জুয়া খেলছিল। পরে ইউপি চেয়ারম্যান থানায় এসে ভবিষ্যতে তারা আর জুয়া খেলবেনা এমন অঙ্গীকার করে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে গেছে ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ ছিলো না। একটু ভুল বোঝাবুঝির জন্য তাদের আটক করা হয়েছিল পরে তাদের পুলিশ ছেড়ে দিয়েছে। তিনি মুচলেকা দেয়ার কথা অস্বীকার করে বলেন, দেখেন মুচলেকায় আমার নাম আছে কিনা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, তাদের আটক করে থানায় আনা হয়েছিল তবে তাদের বিরুদ্ধে এলাকায় তেমন কোন খারাপ রিপোর্ট নেই চেয়ারম্যানের এমন সুপারিশের কারণে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এবিএন/রাজু আহমেদ/জসিম/তোহা