বাউফল (পটুয়াখালী), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া হায়াতুননেচ্ছা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্রের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ভাংচুরের অপরাধে মো. সাইদুল ইসলাম নামে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। গত শনিবার নির্বাহী মেজিষ্টেট্র উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ্ আল মাহমুদ জামান ওই শিক্ষার্থীকে বহিস্কার করেন। সে উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ্ আল মাহমুদ জামান বলেন, এ বছর প্রথম বারের মত উপজেলা প্রশাসনের উদ্দোগে পরীক্ষা নকল মুক্ত করার করার লক্ষ্যে বাউফল উপজেলার ১২টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বৃহস্পতিবার ইসলাম শিক্ষা পরীক্ষা শুরুর আগে কালাইয়া হায়াতুননেচ্ছা বালিকা বিদ্যালয় কেন্দ্রর ৬নং কক্ষের সিসি ক্যামেরা কে বা কারা ভেংগে ফেলে। বিষয়টি ওই দিনই কেন্দ্র সচিব তুষার কান্তি ঘোষ আমাকে অবহিত করেন।
অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার গনিত পরীক্ষার দিন ওই কেন্দ্রে এসে তদন্ত করে ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সাইদুলকে শনাক্ত করে বহিস্কার করা হয়েছে। পরে ভেঙ্গে ফেলা ক্যামেরা সরিয়ে নতুন ক্যামেরা বসানো হয়েছে এবং পরিক্ষার্থীদের নোটিশের মাধ্যমে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা