![সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওয়ালটনকর্মী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/abnews-24.bbbbbb_125501.jpg)
সখীপুর (টাঙ্গাইল), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : সখীপুরে সড়ক দুর্ঘটনায় আশিক মাহমুদ (২৩) নামের ওয়ালটনের এক বিপণনকর্মী নিহত হয়েছেন। আজ রবিবার বিকেল ৩টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া ছাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মাহমুদ সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে। সে উপজেলার বড়চওনা বাজারের ওয়ালটন শো-রুমে বিপণনকর্মী হিসেবে কাজ করত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আশিক মাহমুদ মোটরসাইকেল চালিয়ে সখীপুর পৌর শহরের আসার পথে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া ছাবেদের চালা এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি লরির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই এলাকার ইউপি সদস্য কিসমত আলী জানান, দুর্ঘটনার খবর শুনে তার পরিবারের লোকজন এসে নিহতের পরিচয় সনাক্ত করেন।
এবিএন/সাইফুল ইসলাম সানি/জসিম/তোহা