বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সখীপুরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সখীপুরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের সখীপুরে আজিজুল হক (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার মহানন্দপুর গ্রামের পরিত্যক্ত একটি মুরগির খামার থেকে লাশটি উদ্ধার করা হয়। ওইদিন বিকেলেই পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আজিজুল উপজেলার তৈলধারা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এ ব্যাপারে ওই ছাত্রের বাবা আবদুল কদ্দুস বাদী হয়ে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ জানান, আজিজুলকে সকালেও প্রতিবেশীরা খেলাধুলা করতে দেখেছে। বাড়ি থেকে ২৫০ গজ দূরে মহানন্দপুর গ্রামের নুরুল ইসলামের পরিত্যক্ত একটি মুরগির খামারে ঝুলতে অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পূর্বে আত্মহননের বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত বলা যাবে না।

এবিএন/সাইফুল ইসলাম সানি/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত