শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বদলগাছীতে মারপিটের ঘটনায় আহত ৮

বদলগাছীতে মারপিটের ঘটনায় আহত ৮

বদলগাছী (নওগাঁ), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে তুছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ৩ জন আহত হয়েছে। জানা যায় গতকাল শনিবার বিকেলে ৫টার পর উপজেলার সদর ইউপির পূর্ব খাপুর গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে ফারুক হোসেন বাড়ীর পার্শে বোরো ধান রোপন করে।

উক্ত ধানের জমিতে একয় গ্রামের ওয়ারেশ মোল্ল্যা ছেলের সালাম এর হাঁস নামাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধে কথা কাটাকাটি এক পর্যায় হাতা হাতি শুরু হয়।

এ সময় সালাম মল্ল্যর ২ ছেলে খাইরুল বাসার (৩২) ও নাফিউল (২৩) ইসলাম মৃত আয়েন উদ্দীনের ছেলে গোলাম মোর্শেদ (৪৫) দেশীয় অস্ত্র হাসুয়া লাঠি,সোটা নিয়ে এলোপাতারী ভাবে মারপিট শুরু করে। এ ঘটনায় ৮ জন আহত হয়।

আহতরা হলেন- শাহাজান আলীর ছেলে ফারুক হোসেন, আবুল হোসেনের ছেলে শারাফত জামান, বেলায়েত হোসেন, আব্দুল রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ, আমিনুর রহমান, শাহাজান আলীর ছেলে হেলাল হোসেন, হারুনুর রশিদ, আসাদুল ইসলামসহ ৮ জন আহত হয়ে প্রথমিকভাবে চিকিৎসা নিয়েছে।

এরমধ্যে বেশী আঘাতপ্রাপ্ত শারাফত জামান, ফারুক হোসেন ও বেলায়েত হোসেনকে বদলগাছী সদর হাসপাতালে ভতি করা হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত