![গোদাগাড়ীতে ভারতীয় রুপি ও হেরোইনসহ র্যাবের হাতে আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/arrest_abnews_125549.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে টাকা, ভারতীয় রুপি, ও হেরোইনসহ দুলাল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রাজশাহী র্যাব-৫ এর সদস্যেরর একটি দল তাকে আটক করে। আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের কালিদিঘী কৃষ্ণবটি এলাকার সিনারুলের ছেলে। গতকাল শনিবার রাতে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার কৃষ্ণবটি এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কিছু ব্যবসায়ী অবস্থান করছে। সেই সময় আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাংলাদেশী নগদ ১০ লক্ষ ৯৫ টাকা, ১০ হাজার ভারতীয় রুপি ও ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করি। গ্রেফতারকৃত দুলালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও র্যাবের কর্মকর্তারা জানান।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি