![পাইকগাছায় এমপি নুরুল হকের জনসভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/sova_abnews_125559.jpg)
পাইকগাছা (খুলনা), ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে এমপি আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নূরুল হকের এক জনসভা রোববার বিকালে বাঁকা বাজারস্থ শহীদ মালেক মেমোরিয়াল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের সভাপতিত্বে রাড়–লী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক।
বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ.লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, বিজন বিহারী সরকার, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত।
বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, কপিল উদ্দীন শেখ, শেখ মাসুদুর রহমান, অসীম ঘোষ, রেজাউল করিম, উত্তম ঘোষ, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, ময়েজ উদ্দীন, আসিফ ইকবাল রনি, আব্দুল হামিদ, জাহান আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতিকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি