রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু

পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : মিষ্টি আলু তার মিষ্টতার জন্য বেশ জনপ্রিয়। এটি সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। মিষ্টি আলুর রয়েছে বেশ কিছু গুণ-

প্রদাহ কমায় : মিষ্টি আলুর মধ্যে রয়েছে অ্যানথোসায়ানিন। এটি প্রদাহরোধী উপাদান হিসেবে পরিচিত। এটি শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের প্রদাহরোধে কাজ করে।

ত্বকে বার্ধক্যের ছাপ প্রতিরোধ করে : মিষ্টি আলুর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ক্যারোটিনয়েট ও বেটা ক্যারোটিন। এটি দৃষ্টি শক্তি ভালো করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

হৃদপিণ্ডের জন্য ভালো : মিষ্টি আলুর মধ্যে উচ্চ পরিমাণ পটাশিয়াম রয়েছে। এটি হৃদস্পন্দন ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে।

হাড় ভালো রাখে : এর মধ্যে ভিটামিন ডি থাকার কারণে মিষ্টি আলু হার্ট ও হাড়কে শক্ত করে।

শীতের জন্য ভালো : মিষ্টি আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি ফ্লু ও ঠান্ডার সঙ্গে লড়াই করে।

সূত্র : বোল্ডস্কাই

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত