![ঘাটাইলে বিএনপির মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/12/human_abnews_125619.jpg)
ঘাটাইল (টাঙ্গাইল), ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদান ও কারাগারে প্রেরণের প্রতিবাদে কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকালে মানববন্ধন করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি।
দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূইয়া, সাধারন সম্পাদক একেএম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মজ্ঞুরুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যোন শামীম খান, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক শামীম সরকার, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/এমসি