![ঘাটাইলে ব্র্যাকের অভিভাবক সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/12/somabes_abnews_125620.jpg)
ঘাটাইল (টাঙ্গাইল), ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারী ও শিশুর প্রতি নির্যাতন বাল্যবিবাহ এবং যৌন হয়রানি প্রতিরোধে ঘাটাইলে ব্র্যাকের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে ঘাটাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি এ বিশেষ অভিভাবক সমাবেশের আয়োজন করে।
ব্র্যাকের এলাকা ব্যাবস্থাপক শিরিনা আকতারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হায়দার আলী।
বিশেষ অতিথি ছিলেন- ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির জেলা ব্যাবস্থাপক এ.এস.এম গোলাম জাকারিয়া।
বক্তব্য রাখেন- উপজেলা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, শিউলি আক্তার, রাশেদা খাতুন আঃ মতিন প্রমুখ।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/এমসি