![সদরপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/12/sova_abenws_125623.jpg)
সদরপুর (ফরিদপুর), ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ,মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না, মহিলা উন্নয়ন কর্মকর্তা লায়লা রহমান,প্রকৌশলী কর্মকর্তা সৈয়দ নিজাম উদ্দিন আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ নাঈমুল ইসলাম, আবাসিক প্রকৌশলী মোঃ আলীমুজ্জামান,অধ্যক্ষ মহিলা কলেজ জাহাঙ্গীর আলম সিদ্দিকী,ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, মোয়াজ্জেম হোসেন,মোঃ আইয়ুব আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক বিশেষ করে ইয়াবা, বাল্যবিবাহ রোধ করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি সকলের সহযোগিতা ও কামনা করেন।
সদরপুর থানার ওসি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আটরশি বিশ্ব জাকের মঞ্জিল পীর সাহেবের উরস শরীফ উপলক্ষে নিরাপত্তাসহ সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা আলোচনা সভা করা।
এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি