![সদরপুরে গ্রাম আদালতের সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/12/sadarpur_125624.jpg)
সদরপুর (ফরিদপুর), ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা উপজেলা পর্যায়ের কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
গ্রাম আদালতে সদরপুর উপজেলার ৬টি ইউনিয়নের কার্যক্রমসহ আদালতের শীর্ষক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, প্রধান শিক্ষক বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জাহানারা বেগম, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মোঃ আনিছুর রহমান খান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, মোয়াজ্জেম হোসেন,মোঃ আইয়ুব আলী, সদস্য সাংবাদিক মো. সাব্বির হাসান, সাংবাদিক সাঈদুর রহমান লাবলু প্রমুখ।
এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি