
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : খাদ্য মন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে নিয়েই নির্বাচন করতে চায় আওয়ামী লীগ ।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
কামরুল ইসলাম বলেন, সহায়ক, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের নামে কোন অবৈধ সরকার এদেশে আর হবে না। বিএনপিসহ সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে সাথে নিয়েই নির্বাচন করতে চায় আওয়ামী লীগ।