শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল কারান্তরীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় জেলা বিএনপির উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, আকবর আলী, সেলিম উদ্দিন, রেজাউল করিম,আনছার উদ্দিন, এডভোকেট শাহীন প্রমুখ।

এ সময় বক্তারা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেন, ফ্যাসিবাদী সরকারের ফরমাসী রায় ইতিহাসের কলংকজনক একটি অধ্যায়। এ রায় জাতি ঘৃনাভরে প্রত্যাখান করেছে। খালেদার মুক্তির দাবিতে জাতি আজ জেগে উঠেছে। আন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করে আনবই। বিএনপিকে নির্বাচন থেকে সরাতেই সরকারে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে সাজানো মামলায় খালেদা জিয়াকে দন্ড দেয়া হয়েছে।

এ রায়ের মাধ্যমে বিক্ষত গণতন্ত্র গায়ে শেষ পেরেক টুকে দেয়া হয়েছে। আমরা অবিলম্বে খালেদা জিয়া, তারেক রহমানসহ আটক সকল নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানাচ্ছি।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত